মোঃ জসিম উদ্দিনদুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:- মহামারি করোনা ভাইরাসের জন্য সারা দেশ যখন লকডাউন । তখন অনাহারে দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। এই অনাহারি মানুষের দ্বারে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে পটুয়াখালী উপজেলার একটি অরাজনৈতিক সামাজিক ‘আদর্শ পাঙ্গাশিয়া’ নামক একটি সংগঠন । শুক্রবার দিনব্যাপী পাঙ্গাশিয়া ইউনিয়নের অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে কোন রকম জনসমাগম ছাড়াই সংগঠনের সদস্যরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য, এস এম সালাউদ্দিন শামিম, চীফ এডমিন, বেলায়েত হোসেন স্বপন, সহ- এডমিন সাংবাদিক জসিম উদ্দিন, আরিফুজ্জামান মিলন, সাবেক এডমিন প্যানেলের কবি হাফিজুর রহমান রুবেল, বাদল মিনা, সাইফুল ইসলাম বাপ্পি ও বেল্লাল হোসেন ফরাজী প্রমূখ। বিগত ২ বছর যাবত এরকম বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে এই সংগঠনটি।