ভোলায় বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে জেলা প্রশাসক

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

ভোলায় বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে জেলা প্রশাসক

ভোলা প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধে ভোলা জেলার সড়ক ও মহা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে ভোলা বাস শ্রমিকরা। এমন অবস্থায় গত ১০ দিন ধরে আয়-রোজগার নেই ভোলার পরিবহন শ্রমিকদের। আয় না থাকায় পরিবার-পরিজন নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন শ্রমিকরা। এমন অবস্থায় প্রথম ধাপে ভোলা প্রায় আড়াইশ শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসন। শনিবার ভোলা বাস টার্মিনালে এলাকায় ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক উপস্থিত থেকে কয়েক শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো: আতাহার মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, এনডিসি মো: জাহিদুল ইসলাম, নৌ-বাহিনীর লেফটেনেন্ট আহসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জিয়াউর রহমান, বাস মালিক সমিতর সাধারন সম্পাদক আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখ। এসময় শ্রমিকদের মাঝে চাল,ডাল, আলু,সাবান বিতরন করা হয়। উল্লেখ্য করোনা সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশে মোতাবেক ভোলায় সব ধরনের গণপরিবহন গত ২৪ মার্চ থেকে চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান শ্রমিকরা। জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা পরিববহন শ্রমিক, দৈনিক শ্রমিক,দিন মুজুর ববঘুরে, ভেদে,তৃতীয় লিঙ্গ, ভিক্ষুক সহ যারা এখন কাজ করতে পারছে না তাদের মাঝে আমরা ১০ কেজি ডাল, ৫ কেজি আলু,২ কেজি ডাল দিচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় থাকার জন্য প্রচুর প্রচার করেছি। এর পর যারা আইন না মানবে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেয়া হবে বলে জানা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest