তালতলীতে বটতলা অলংকার ও ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আর্থিক সাহায্য প্রদান

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

তালতলীতে বটতলা অলংকার ও ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আর্থিক সাহায্য প্রদান
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  বর্তমানে বিশ্ববাসীর কাছে আতঙ্কের নাম করোনা ভাইরাস, এই আতঙ্কে প্রতিদিনই মরছে হাজারের ও বেশি মানুষ। বিশ্বের শক্তিশালী দেশগুলোও অসহায়ের মতো শুধু দেখেই যাচ্ছে। মরণ ব্যাধি এই ভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত কোন কার্যকরী ঔষধ আবিষ্কার হয়নি । এমন সংকটের মুহূর্তে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বটতলা অলংকারের মালিক এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে । করোনার কারনে বেকার হয়ে পরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রক্ষায় নগদ অর্থ সাহায্য করেছেন করোনার কারণে বেকার ও সুবিধাবঞ্চিত ৮৫ জন কর্ম হীন মানুষের মাঝে নগদ ৫০০ টাকা বিতারন করেন। এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বটতলা অলংকারের মালিক গোপাল কর্মকার, এবং বড়বগী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মিরাজ জোমাদ্দার, এ পদক্ষেপ নিয়েছেন। এ সময় তাদের সাথে ছিলেন দেবাশীষ। সাহায্য করার সময় গোপাল কর্মকার বলেন সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যারা অসহায় হয়ে পড়েছে তারা তো আমাদের প্রতিবেশী। আত্মীয় স্বজন ভাই বন্ধু। তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সাহায্য করা। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান বলেন আমাদের উদ্দেশ্য হলো করোনা ভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ৮৫টি সুবিধাবঞ্চিত পরিবারকে নগদ টাকা সাহায্য করেছি। সাধারণ সম্পাদক মিরাজ জোমাদ্দার বলেন। দেশের এমন ক্লান্তিলগ্নে আসুন নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন করি এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াই। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest