বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। আজ ৭ ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো এর উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৭০ জন কর্মহীন খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এ সময় ফুটবল, ক্রিকেটার এবং অন্যান্য খেলোয়াড়দের মাঝে ২৫ কেজি চাল, ৩ কেজি আলু এবং ২ কেজি ডান আহার্য হিসেবে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো সহ আরো অনেকে। এ দিকে বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে বরিশাল নগরীর কর্মহীন স্বল্পআয়ের খেটে খাওয়া মানুষদের মাঝে সাড়ে ১০ টন চাল বিতরণ করা হয়। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর পক্ষ থেকে তার প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল এই ত্রাণ সামগ্রী চাল বিতরণ করেন।
এ সময় নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের মিনিবাস চালক-শ্রমিক দের জন্য ২ টন এবং রুপাতলী বাসস্ট্যান্ডের চালক-শ্রমিক দের জন্য ২ টন মোট ৪ টন চাল দেওয়া হয়। বরিশাল থ্রি হুইলার (মাহেন্দ্র, সিএনজি) কর্মহীন চালকদের মাঝে ২ টন চাল বিতরণ করা হয়। ব্যাটারি চালিত হলুদ অটো রিক্সা চালকদের জন্য ২ টন চাল বিতরণ করা হয়। এছাড়া ট্রাক চালক শ্রমিক দের জন্য ১ টন চাল বিতরণ করা হয় পাশাপাশি নগরীর বঙ্গবন্ধু কলোনির কর্মহীন দরিদ্র অসহায় মানুষদের জন্য জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে দেড়টন চাল বিতরণ করা হয়। নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ সংলগ্ন জেলা খাদ্য গুদামঘর এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর উপজেলা মোঃ মেহেদী হাসান, উপ-পরিচালক বিআরটিএ বরিশাল বিভাগ মোঃ জিয়াউর রহমান, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান। এ সময় জেলা প্রশাসক এর পক্ষ থেকে আহবান জানানো হয়, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহবান জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest