কলাপড়ায় এক গৃহবধু বরিশালে করোনা ইউনিটে মৃত্যু বরন করেছে, দুটি বাড়ি লকডাইন।

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

কলাপড়ায় এক গৃহবধু বরিশালে করোনা ইউনিটে মৃত্যু বরন করেছে, দুটি বাড়ি লকডাইন।
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের এক গৃহবধু (৪০) শুক্রবার ভোর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এঘটনায় শুক্রবার দুপুর ১২ টার সময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগবন্ধু মন্ডল প্রশাসনের সহায়তায় মৃতের পরিবারসহ দুটি বাড়ির ১১ সদস্যকে লকডাউন করে দিয়েছে । ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে সে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলো। গত তিন দিন আগে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় । কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মৃত্যু গৃহবধু করোনায় আক্রানÍ কিনা তা নিশ্চিত না । এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার দাফন করোনা রোগীদের রীতি অনুয়ায়ী সম্পন্ন করা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest