করোনায় স্থগিত হলো নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ১২, ২০২০

করোনায় স্থগিত হলো নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই

আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব স্থগিতের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সেই সঙ্গে ২০২২ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইও স্থগিত করা হয়েছে। চলতি বছরের জুলাইয়ে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট দুটির বাছাই পর্ব। অনেক আলোচনার-পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার আইসিসি থেকে জানানো হয়েছে। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই হওয়ার কথা ছিল ৩-১৯ জুলাই শ্রীলঙ্কায়। মূল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ২০২১ সালে নিউজিল্যান্ডে। আর ২০২২ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাই শুরু হওয়ার কথা ২৪-৩০ জুলাইয়ে ডেনমার্কে ইউরোপীয় অঞ্চলের একটি আঞ্চলিক টুর্নামেন্ট দিয়ে। টুর্নামেন্ট দুটির বাছাই পর্ব স্থগিত নিয়ে আইসিসি’র ইভেন্ট প্রধান ক্রিস টেটলি বলেছেন, “কঠিন এই সময়ে খেলোয়াড়, কোচ, সমর্থক ও পুরো ক্রিকেট কমিউনিটির ভালো নিশ্চিত করাতেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।” যথাযথ ‘উইন্ডো’ দেখে টুর্নামেন্ট দুটির বাছাইয়ের সূচি আবারও ঠিক করা হবে বলে জানিয়েছেন আইসিসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অপর দুটি আঞ্চলিক বাছাইও চলতি বছর আফ্রিকার তাঞ্জানিয়া ও এশিয়ার থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা। এই সূচি দুটিও পুনর্নির্ধারণ করা হবে বলে আইসিসি থেকে জানানো হয়েছে। করোনাভাইরাসের কারণে আইসিসি এর আগে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সব বাছাই জুলাই পর্যন্ত স্থগিত করে দেয়। তবে চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়মতো হবে কি-না এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest