লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে দুই বাংলাদেশী নিহত |

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে দুই বাংলাদেশী নিহত |

আলোকিত সময় |
আন্তর্জাতিক ডেস্ক |

লেবাননের বৈরুতে বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত, আহত শতাধিক। লেবাননের বৈরুত বন্দরে থাকা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই জাহাজে থাকা নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইএসপিআর। লেবাননের বৈরুতে এই বিস্ফোরণের সময় বন্দরেই নোঙর করা ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয়। বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এতে আহত হয়েছে নৌবাহিনীর ২১ সদস্য। এরমধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি আর একজনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে আইএসপিআর। বৈরুতের এই ব্যস্ত বন্দর নগরীতে বাস করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত রিপন ও মেহেদী হাসান রনি নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক প্রবাসী। প্রচণ্ড শব্দে আহত প্রবাসীদের কান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত প্রবাসী বাংলাদেশিদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest