উজিরপুরে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

উজিরপুরে  শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। বুধবার ৫ আগষ্ট সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সেরনিয়াবা, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু অপূর্ব কুমার রন্টু বাইন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহীদুল ইসলাম, সরোয়ার হোসেন, ইউসুফ হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম- আহব্বায়ক শিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী প্রমুখ। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করার জন্য সকলকে

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে এবং বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহব্বায়ক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর সহধর্মীনি শাহানারা আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় আওয়ামীলীগের সকল মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest