বরিশালে বন্যায় ভেসে যাওয়া রাস্তায় বাঁধ নির্মাণের নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর।

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

বরিশালে বন্যায় ভেসে যাওয়া রাস্তায় বাঁধ নির্মাণের নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর।

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছরিতে অবস্থিত জনগণের চলাচলের প্রধান সড়কটি নদীর পাশে হাওয়ায় বন্যার পানির তিব্র স্রোত এর ফলে হঠাৎ করেই বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে বরিশালের স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মধু ক্ষতিগ্রস্ত রাস্তাটি পরিদর্শন করেন এবং তিনি সাথে সাথে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম’র কাছে বিষয়টি অবগত করেন।

অতঃপর মন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্থ এলাকাটি পুনরায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মধু, উপজেলা প্রকৌশলী মোঃ আলিমুল ইসলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, মোহাম্মদ শফি আহমেদ প্রধান প্রকৌশলী এলজিডি বরিশাল, চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ইটালি সহ আরো অনেকে পরিদর্শন করেন, এবং ক্ষতিগ্রস্ত রাস্তাটির পাশে বাঁধ নির্মাণের জন্য দ্রুত নির্দেশ দেন। তাদের এই তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest