শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

এসএম স্বপন(যশোর) অফিসঃ
যশোরের শার্শা থেকে ৪২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ
ওয়াসিম গাজী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগষ্ট) সকালে শার্শা বাগআঁচড়া এলাকা থেকে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে আটক করে।

আটক ওয়াসিম শার্শা বাগআঁচড়ার সাতমাইল হাসপাতাল মোড়ের মৃতঃ সাত্তার গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে বাগআঁচড়া সাতমাইল গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডে মনোয়ারা অটো রাইচ মিলের গেইটের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন সংবাদে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আকবর হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ওয়াসিমকে আটক করে।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest