ফকিরহাটে বক্কার মোড়লের বিরুদ্ধে পুকুর জবরদখলের অভিযোগ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

ফকিরহাটে বক্কার মোড়লের বিরুদ্ধে  পুকুর জবরদখলের অভিযোগ

খুলনা ব্যুরো: ফকিরহাটের পাগলা শ্যামনগর উত্তরপাড়া গ্রামের তৈয়ব আলী বটতলা এলাকার মৃত সৈয়দ মোড়লের পূত্র বক্কার মোড়লের বিরুদ্ধে সরকারি কাগতি পুকুরের বেশ কিছু অংশ জবরদখল করে দোকান ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, বহু পুরাতন ঐতিহ্যবাহী এই পুকুরটি খনন করা হয়েছিল খাবার পানি ও গ্রামের সাধারণ মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটাবার জন্য। কিন্তু এই প্রভাবশালী বক্কার মোড়লের কারণে পুকুরটি অযত্ন আর অবহেলায় ধ্বংস হতে চলেছে।

 

জানা যায়, তার সেখানে জমি সাড়ে ৭ শতাংশ হওয়া সত্ত্বেও সে সেখানে  দখল করেছে ১৩ শতাংশেরও অধিক জায়গা। শুধু তাই নয়, সাথে মেইন রাস্তা ৫ /৬ হাত দখল করে দোকান ও পাকা বাড়ি নির্মাণ করেছে। তার নামে একাধিক মামলা ছিল বলে জানা গেছে।

 

বিগত সময়ে বিভিন্ন কারণে তার অত্যাচারে স্থানীয়রা তার বিরুদ্ধে লিখিত অভিযোগও করেন থানাতে।

 

সে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে মানুষকে ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করেন বলে স্থানীয়রা জানান।

 

মানুষের উপকারের জন্য সরকারিভাবে খনন করা ঐতিহ্যবাহী এই পুকুরটির পরিষ্কার পানি যেন স্থানীয়রা খাবারের জন্য ব্যবহার করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি করেছেন।

 

এ বিষয়ে অভিযুক্ত বক্কর মোড়লের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest