কেন্দ্রীয় যুবলীগের নব গঠিত কমিটির সদস্য জুয়েলকে সংবর্ধনা।

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

কেন্দ্রীয় যুবলীগের নব গঠিত কমিটির সদস্য জুয়েলকে সংবর্ধনা।

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধিঃ

কেন্দ্রীয় যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বছরের ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠনের প্রায় এক বছর পর শনিবার ( নভেম্বর ২০২০) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নুরুল করিম জুয়েল স্থান করে নিয়েছেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় যুবলীগ সদস্য নুরুল করিম জুয়েলকে যুবলীগ কেন্দ্রীয় নব গঠিত কমিটির সদস্য পদ পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪ টায় তাকে দাগুন ভূইয়া থেকে প্রায় এক হাজার মোটরসাইকেল বহর করে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আনা হয়।

এরপর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল এর সভাপতিত্বে বসুরহাট পৌরসভা হলরুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা যুবলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ শাহাবু উদ্দিন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ( বীর মুক্তি যোদ্ধা) খিজির হায়াত খান।

এই ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুর নবী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম ছারোওয়ার,বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুতফুর রহমান মিন্টু,সাধারণ সম্পাদক শামসুদ্দিন নোমান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ শাহ পরান লিংকন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মানিক,সাধারণ জাকির হোসেন হৃদয়, মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (১৪ নভেম্বর ) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ মাইনুল হোসেন নিখিলের কাছে হস্তান্তর করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest