ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করেছেন মুক্তিযোদ্ধার সন্তান,বিশিষ্ট সমাজসেবক,দানবীর,শিক্ষানুরাগী,ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও ৮নং বীজবাগ ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম উদ্দিন কাজল।
আজ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সকালে উপজেলার বীজবাগ ইউপি’র মজুমদারহাটে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ফরিদ উদ্দিন সাহেবের বাড়ীর দরজায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বীজবাগ ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা খুরশিদ আলম পারভেজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ফরিদ উদ্দিন মাহমুদ।
প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ- সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফারুক ভূঁইয়া।স্বাগত বক্তব্য রাখেন-উক্ত অনুষ্ঠানের আয়োজক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম উদ্দিন কাজল।
বিশেষ অতিথি ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত, সাবেক সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব,সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল আলম, ৯নং নবীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, বীজবাগ ইউপি’র আওয়ামী লীগের সাঃ সম্পাদক এয়াকুব মামুন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এ কে এম মনছুর,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান,বীজবাগ ইউপি’র ছাত্রলীগের আহবায়ক আবু সাফিন প্রমূখ।
অনুষ্ঠানের শেষাংশে অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধার সন্তান সেলিম উদ্দিন কাজলের পৃষ্টপোষকতায় আগত ৬৮ জন মুক্তিযোদ্ধার হাতে উপহার সামগ্রী তুলে দেন।
ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্যে মুক্তিযোদ্ধা গন বীজবাগ ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন কাজলকে ধন্যবাদ জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST