পদ্ম পুরাণ’-এর ‘নোনা’ শিরোনামে একটি গান প্রকাশ

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

পদ্ম পুরাণ’-এর ‘নোনা’ শিরোনামে একটি গান প্রকাশ

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :

পরিচালক রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্ম পুরাণ’-এর ‘নোনা’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে সম্প্রতি। গানের শুরুতে প্রসূন আজাদের কিছু সাহসী সংলাপে পুরুষদের নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তার সেসব সংলাপে নেট দুনিয়ায় চলছে আলোচনার ঝড়।গানের শুরুতে দেখা যায়, প্রসূন আজাদ মদ পান করে বলছেন, আমার থেকে ভালো পুরুষ মানুষ আর কেউ চিনে না। কাঁটা তারের বেড়ার এইপার আর ওইপার দুই পার হলো আমার দুই রানের (বিপ)। হিন্দুগো গরুর মাংস খাওয়া নিষেধ, মুসলমানের শুয়োরের মাংস। কিন্তু এই মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়। সব জায়গায় চলে, মেশিনের মতো চলে।প্রসূন বলেন, ভিন্নধর্মী একটি কাজ। বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এখানে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest