ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার ১৬ মার্চ দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা জোনাল অফিসের উদ্যোগে সেচ গ্রাহকদের সাথে উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও এজিএম সঞ্চয় দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সেনবাগ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমীনুর রশিদ।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ টি এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনাইদ আলম,পরিচালক আশরাফুল আলম রানা।
এসময় সেচ গ্রাহকদের সুবিধা- অসুবিধা নিয়ে আলোচনা করেছেন-সেচ গ্রাহক মোহাম্মদ নুর নবী, সামছুউদ্দিন বাচ্চু,ইয়াছিন আলী বাবর,আবুল কালাম আজাদ।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সেচ গ্রাহক,পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের সহ সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST