মুক্তাগাছায় অবৈধ ভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গ্রেফতার – ১

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

মুক্তাগাছায় অবৈধ ভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গ্রেফতার – ১

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের খালিয়া বিলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে ।
রোববার (২৫ এপ্রিল) ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মৃত সেকান্দর আলী বেন্ডারের ছেলে সেলিম মিয়া (দলিল লেখক) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা হয় মাটি কাটার ভেকু ।

উপস্থিত আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামীকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনের ০৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারা অনুযায়ী ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত ।
দুপুরে মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানা যায় ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest