যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকমীরা প্রস্তুত : এম এ সালাম

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকমীরা প্রস্তুত : এম এ সালাম

চট্টগ্রাম ব্যুরো: উত্তর জেলা আওয়ামী লীগের গ্রেণেড হামলা দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন,১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা।১৫ আগস্টের হত্যাকান্ডের নেপথ্য নায়ক ছিলেন জেনারেল জিয়া আর ২১ আগস্টের হত্যাকান্ডের মূল হোতা তারেক জিয়া।এখন সময় এসেছে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করা, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে বর্তমানেও চলছে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে এসব ষড়যন্ত্র কিভাবে মোকাবিলা করতে হয়,তিনি বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তা অব্যাহত রাখতে সকলকে সজাগ থাকার আহবান জানান।২১ আগস্ট বর্বরোচিত গ্রেণেড হামলা দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এতে প্রধান আলোচক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেন ৭১ এর পরাজিত অপশক্তি এবং ৭৫ এর খুনীচক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত,তাদেরকে রাজপথেই মোকাবিলা করা হবে।

যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত গ্রেনেড হামলার আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সহ সভাপতি মো জসিম উদ্দিন,স্বজন কুমার তালুকদার,আবুল কাশেম চিশতি,যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত,প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার,বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব,উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনিবাহী সদস্য ইফতেখার হোসেন বাবুল, সরোয়ার হাসান জামিল, মহিউদ্দিন আহমেদ মঞ্জু,মোঃ শওকত আলম,মোঃ সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী,আখতার হোসেন খান,বখতেয়ার সাঈদ ইরান,আখতার উদ্দিন মাহমুদ পারভেজ,মনজুর মোর্শেদ ফিরোজ,উত্তর জেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত,সহ সভানেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু,উত্তর জেলা যুবলীগ সহ সভাপতি নুরুল মোস্তফা মানিক, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন ,শেখ ফরিদ চৌধুরী, তাতী লীগের রুপক দেব অপু,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপুর ও সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest