জিয়াউর রহমানের লাশ জিন-ভূতেও দেখেনি- ড.হাসান মাহমুদ এমপি

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

জিয়াউর রহমানের লাশ জিন-ভূতেও দেখেনি- ড.হাসান মাহমুদ এমপি

চট্টগ্রাম ব্যুরো:-
২৭-০৮-২০২১ ইং

জিয়াউর রহমানের লাশ জিন-ভূতেও দেখেনি’- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

তিনি বলেন ‘বলা হয় রাঙ্গুনিয়ায় তাকে প্রথম দাফন করা হয়েছে। তখনকার প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুব। তার সঙ্গে আজ সকালেও আমার কথা হয়েছে। জিয়ার লাশ খালেদাও দেখেননি, তারেক রহমানও দেখেনি। লাশ দেখেছে জিন-ভূত।‘

শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় তথ্যমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

অনষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, দেবাশীষ পালিতসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিই নন, তাঁর মতো নেতা পুরো পুথিবীর ইতিহাসেই বিরল। ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কিন্তু তাঁকে সপরিবারে হত্যা করে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছিল স্বাধীনতার খলনায়ক জিয়াউর রহমান।‘

ছাত্রলীগ নেতাকর্মীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী পড়ালেখার মূল্যায়ন করেন। তিনি আমাকে বাধ্য করেছিলেন পিএইচডি করতে।না হয় আমার পক্ষে অতদূর যাওয়া সম্ভব হতো না।‘


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest