সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি আমরা: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি আমরা: প্রতিমন্ত্রী

সরকারের হাজার হাজার কোটি টাকা আমরা নষ্ট করছি মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকার কোটি কোটি টাকা দেবে, এই টাকা অপচয় হবে। এটা মেনে নেওয়া যায় না। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে টাকা খরচ করছি আমরা। যে যেখানে, যে দায়িত্বে আছেন সঠিকভাবে কাজ করেন। কাজ না করে টাকা হালাল হবে না। আপনি সরকারকে ফাঁকি দিয়ে টাকা নিবেন। সেই টাকা নষ্ট হয়ে যাবে টেরও পাবেন না। এক সচিবের পেনশনের টাকা ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। কিছুদিন আগে পত্রিকায় এসেছে। এরকম যেন না হয়।

উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, শুধু মুখে ভালো কথা বলা বাদ দিয়ে মাঠে নামুন, শরীরটা একটু ঘামান, জাতির ক্ষতি করবেন না। জনমানুষের কল্যাণে কাজ করুন। সরকার যে অর্থ দিচ্ছে তা অপচয় না করে দায়িত্ব নিয়ে কাজ করুন।

অনুষ্ঠানের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest