রাবি শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

রাবি শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ড. মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপাচার্য ভবনে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০৬ তম সভায় শিক্ষার্থীদের ফি সমূহ মওকুফ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শিক্ষার্থীর নিকট ইতোমধ্যে এ দুটি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে। প্রসঙ্গত, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে গতকাল বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯ তম সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বও ২০২১ সাল পর্যন্ত ১৮ মাসের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়। সিন্ডিকেট আজ তার চূড়ান্ত অনুমোদন দিল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest