মানুষ মানুষের জন‍্য… সি এন জি চালক সোহরাবের চিকিৎসা সেবায় এগিয়ে আসুন।

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

মানুষ মানুষের জন‍্য… সি এন জি চালক সোহরাবের চিকিৎসা সেবায় এগিয়ে আসুন।

১১ নং সুয়াবিল ইউনিয় পরিষদ ৬ নং ওয়ার্ড শোভনছড়ি গ্রামের মোহাম্মদ সোহরাব উদ্দিন (সিএনজি চালক) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাঁচা মরা সন্ধিক্ষণে পতিত।

পরীক্ষা নিরীক্ষার পর উনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন ধরা পরে যেটি পুর্বেও একবার অপারেশন করা হয়েছে।

বর্তমানে উনার প্রস্রাবের রাস্তায় আবার ইনফেকশন অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে চিকিৎসকের পরামর্শ মোতাবেক উনার খুব শীঘ্রই ৩ ধাপে অপারেশন করতে হবে। অপারেশন করতে প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন।

তার পরিবারের আর্থিক অবস্থা অস্বচ্ছল হওয়ার কারনে এই ব্যয় বহুল চিকিৎসা খরচ বহন তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

এমতাবস্থায় দেশ বিদেশে সকল বিত্তবানবানদের কাছে তাহার অপারেশনের জন‍্য যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আল্লাহর রহমতে বেঁচে যেতে পারে একটি প্রাণ।

সাহায্য পাঠানোর ঠিকানা :

১. মোহাম্মদ তারেক 01643-949018 (বিকাশ)

২. মোহাম্মদ আনিস 01646-224300 (বিকাশ ও নগদ)

সরাসরি :
শোভনছড়ি ফাউন্ডেশন
ঠিকানা : শোভনছড়ি, নয়াহাট, সুয়াবিল ইউনিয়ন, ভূজপুর,চট্টগ্রাম।

১. মোঃ তারেকুল ইসলাম
মোবাইলঃ 01643-949018

২. মোঃ আনিস
মোবাইলঃ 01646-224300


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest