ঢাকা ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান দূর্বৃত্তের হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার ডা: হারুন আল মাকসুদ।
জানা যায়, শনিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সরাতিয়া স্কুল সংলগ্ন স্থানে দূর্বৃত্তের হামলার শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে দেখতে হাসপাতালে যান জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম। এসময় কান্নায় ভেঙে পড়েন মোঃ শাহজাহানের পিতা মোঃ গহর আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ সহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
হাসপাতালের বেডে থাকা শাহজাহান বলেন, অন্ধকারে আমি কাউকে চিনি নাই। একটু সুস্থ হয়ে আইনের আশ্রয় নিবো।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST