ঢাকা ২৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১
মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের পুটিজানা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের বাদশা মার্কেট বাজারের পাশে স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েলের সভাপতিত্বে ও সংগঠনটির উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি প্রফেসর ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চেন্সেলর প্রফেসর ডঃ আঃ মান্নান আকন্দ।
তিনি বলেন, মানবাধিকার সংগঠন গুলো মানুষের অধিকার নিয়ে কাজ করে, এরকম প্রত্যন্ত অঞ্চলে সংগঠনের এ ধরনের শাখা যা দেখে আমি অনেক আনন্দিত। এসময় প্রধান অতিথি মানবাধিকারের গুরুত্ব ও তাৎপর্য নিয়েও কথা বলেন, পরে মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ সংগঠনটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST