ঢাকা ২৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সকল পদে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বিজ্ঞ উচ্চ আদালত। ফলে ৩১ জানুয়ারি পাররামরামপুর ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। এব্যাপারে ৩০ জানুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিল্লাল হোসেন জানান, আদালতের নির্দেশনা মোতাবেক পাররামরামপুর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সকল পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। পাররামরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম সোহেল রানার আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ওই আদেশ দেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST