টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত সদস্য

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৩

টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ  আটক ৩ ডাকাত সদস্য

কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

সোমবার (১০ জুলাই) রাত ২ টার দিকে সাবরাং কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া’র মৃত মোহাম্মদ আলী’র ছেলে আকতার হোছন (৪০), খানকার ডেইলের মৃত হাজী আমীর হামজা’র ছেলে মোঃ ইউনুছ (৫৮), চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালী’র নবাব মিয়া’র ছেলে মোঃ সোহেল (২৩)।

সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান, টেকনাফ সাবরাং কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়া ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এরুপ সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ এর দুটি টীম অভিযান পরিচালনা করে এক রাউন্ড গুলি’সহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, লম্বা ছোরা, রাম দা, কিরিচ, ও তিনটি লোহার রড এবং ডাকাতির কাজে ব্যবহৃত টমটম গাড়ীটিও জব্দ করা হয়।

এই ডাকাত দলের সদস্যরা বিত্তশালীদের টার্গেট করে অপহরণ ও ডাকাতি করতেন। আটকরা প্রাথমিকভাবে স্বীকার করেন দীর্ঘদিন ধরে তারা ডাকাতির সাথে জড়িত।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest