তালতলীতে বনের গাছ কাটলেন আওয়ামীলীগ সভাপতি গাছ জব্দ মামলার প্রস্তুতি

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

তালতলীতে বনের গাছ কাটলেন আওয়ামীলীগ সভাপতি  গাছ জব্দ মামলার প্রস্তুতি

বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে সংরক্ষিত বন থেকে ২২ পিস কেওরা গাছ জব্দ করেছে বন বিভাগ তবে গাছ গুলো কাটার অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে । মঙলবার (২১ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণ সদাগার পাড়া এলাকার ওয়াপদা সড়কে পাশ থেকে বন বিভাগের লোকজন এ গাছ জব্দ করেন। স্থানীয় বন বিভাগের সূত্রে জানা যায় উপজেলার বড়বগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কালাম মীর ক্ষমতার প্রভাব খাটিয়ে বনের গাছগুলো কেটে নিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল গেলে বন বিভাগের ২২ পিস কেওরা গাছ উদ্ধার করে স্থানীয় ছগির চৌকিদার স্ত্রী রেনু বেগমের বাড়ির সামনে রাস্তায় রাখা হয়েছে। এবং বনের ভিতরে এখনো অনেক কাটা গাছ পড়ে রয়েছে বলে জানান এ বিষয়ে নিশান বাড়িয়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা কালাম মীরের বিরুদ্ধে বনের ভেতর থেকে বিভিন্ন সময়ে কেওরাসহ অনেক প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে।

গতকাল রাতে বন থেকে কেটে আনা গাছ জব্দ করা হয়। এবং গাছ গুলো জব্দ করার সময় কালাম মীর বলেন এই গাছ আমার এগুলো ছেড়ে দেন। তিনি আরও বলেন বন থেকে গাছ কাটলেও কালাম মীরের বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে সাহস করে না। এজন্য তাকে আইনের আওতায় নেওয়া সম্ভব হয়না। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে আওয়ামীলীগ নেতা কালাম মীর বলেন বনের কিছু ভেঙ্গে পড়া গাছ গুলো কেটে আনা হয়েছে । এখন এগুলো নিয়ে মানুষে খোঁচাখুঁচি করতেছে। আর বন বিভাগের নিজেদের দোষ এড়াতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন তালতলী রেঞ্জ কর্মকর্তা নয়ন মিত্র বলেন বনের কেওরা গাছ গুলো জব্দ করা হয়েছে । মামলার প্রস্তুতি চলছে । উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সেলিম মিঞা বলেন বনের কোনো গাছ কাটা যাবে না । বিষয়টি আমি শুনেছি এবং বন বিভাগ কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest