কেরানীগঞ্জে নতুন ফাস্টফুড ইতি কিচেন কর্নারের উদ্বোধন

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

কেরানীগঞ্জে নতুন ফাস্টফুড ইতি কিচেন কর্নারের উদ্বোধন

 

 

অনলাইন ডেস্ক # কেরানীগঞ্জে মুক্তিযুদ্ধা সড়ক, আমবাগিচা, বৌ বাজার, আগানগরে নতুন ফাস্টফুড ইতি কিচেন কর্নারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি রেস্তোরাঁ শুধু খাবারের জায়গা নয়,এটি মানুষের মিলনমেলা, হাসি-আনন্দ ভাগাভাগি করার কেন্দ্র এবং কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের দিনে ফাস্টফুড সংস্কৃতি তরুণ সমাজের মধ্যে খুব জনপ্রিয়। তবে সুস্বাদু খাবারের পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ব্যবসার মূল চাবিকাঠি।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই রেস্তোরাঁয় গুণগত মানসম্পন্ন, স্বাস্থ্যসম্মত এবং সবার জন্য সাশ্রয়ী খাবার পরিবেশন করা হবে। এছাড়া, কর্মীরা যেন গ্রাহক সেবায় আন্তরিকতা, হাসিমুখ ও পেশাদারিত্ব বজায় রাখেন, সেটিই দীর্ঘমেয়াদী সাফল্যের রহস্য হবে।

সবশেষে প্রধান অতিথি রেস্তোরাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও ক্রমবর্ধমান সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন এটি এলাকার মানুষের কাছে প্রিয় ঠিকানা হয়ে উঠবে, একই সঙ্গে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest