ঢাকা ২০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
এ,কে,এম,শাহাদাৎ হোসেন শাওন, বরগুনা থেকে:
উপকূলীয় জেলা বরগুনার ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার মান বাড়াতে বরগুনার ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ ও বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার,ও মানবিক বরগুনা শাখা অংশগ্রহণ করে।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান , জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার্ স্বপন প্রমূখ।
মানবনবন্ধনে বক্তারা বলেন,উপকূলীয় এ জেলার ১২ লাখ মানুষের একমাত্র ভরসা স্থল বরগুনার জেনারেল হাসপাতাল কিন্তু এ হাসপাতালে ন্যূনতম চিকিৎসা সুবিধা নেই। চলতি বছরে এ জেলাটি ডেঙ্গু হটস্পট হিসেবে আলোচিত। এখানে ৫৫ জন চিকিৎসকের পদ থাকলেও চিকিৎসক আছে মাত্র ২২ জন। যারা আছেন তারা অনেকেই নিয়মিত নন সপ্তাহে দু’এক দিন এখানে আসেন।
হাসপাতালে আই সি ইউ, সি সি ইউ না থাকায় অধিকাংশ রোগী বরিশালের প্রেরণ করা হয়। তাদের অনেকেই পথিমধ্যে এম্বুলেন্সেই মারা যায়। তাই বরগুনা বাসীর দাবি বর্তমান সরকার বরগুনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST