উজিরপুর উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন।

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

উজিরপুর উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন।

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন করা হয়েছে। আজ রোজ মঙ্গলবার সকাল ৯ টার সময় উজিরপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ নানাবিধ কর্মসূচি বর্ণীল আয়োজনের মধ্যে দিয়ে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের মুজিব শতবর্ষ পালন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি উজিরপুর বানারীপাড়া ২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস, উজিরপুর থানা ইনচার্জ জিয়াউল আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খাঁন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হেমায়েত উদ্দিন, সহ সভাপতি সাইফুর রহমান কমল মৃর্ধা,সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, শ্রমিকলীগ নেতা সিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামি, সাধারন সম্পাদক জালিস মাহমুদ শাওন সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড মুক্তিযুদ্ধা, ও সামাজিক সংগঠন। শেষে বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest