মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০ তম জন্মশত বার্ষির্কী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক মো. মাঈন উদ্দিন আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস.কে রঞ্জন ও সাবেক দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক। অনূষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব এইচ.আর মুক্তা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য রাসেল মোল্লা, গৌতম চন্দ্র হালদার, মোস্তাফিজুর রহমান (সুজন), হাজী নাসির উদ্দিন, মো. মাসুম বিল্লাহ, ইমন আল আহসান, আহম্মেদ পাশা তানভীর, মো. আরিফ সিকদার ও মো. আল-আমিন প্রমুখ। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবার পরিজনসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাত হয়। করোনভাইরাস হতে দেশকে মুক্ত করার জন্য মহান আল্লাহপাকের দরবারে দোয়া করা হয়। দোয়া ও আলোচনা সভার শেষে কেক কাটার মাধ্যমে মুজিব শতবার্ষিকী পালন করা হয়।