ঢাকা ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় প্রান্তিক মানুষের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী (খাদ্য সামগ্রী) বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার গোলখালী,রাণীপুর,কাকড়াবুনিয়া সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র রিক্সাচালক,ভিক্ষুক ও দিনমজুরদের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, করোনা সংক্রমনের বিস্তার রোধ ও প্রতিকারের জন্য নির্দেশনুযায়ী জনসমাগম নিষিদ্ধ থাকায় উপজেলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের জীবনধারনে যেন কোন সমস্যা না হয় সেই লক্ষ্যে দরিদ্র ও শ্রমজীবী মানুষের প্রত্যেককে ১০ কেজি চাল,৫কেজি আলু এবং ২কেজি ডাল বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ও আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো.আল-আমিন উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST