মির্জাগঞ্জে চুরি হওয়া ট্রাক্টর ঝিনাইদহ থেকে উদ্ধারঃ আটক-১

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

মির্জাগঞ্জে চুরি হওয়া ট্রাক্টর ঝিনাইদহ থেকে উদ্ধারঃ আটক-১
কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে চুরি হওয়া মাটি বহনকারী একটি ট্রাক্টর ঝিনাইদহের শৈলকুপা থেকে উদ্ধার ও ট্রাক্টর চোর আসাদুল মন্ডল সুমন (৩০)কে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারী মির্জাগঞ্জ উপজেলা সদর সুবিদখালীর আশ্রাফ ব্রীক ফিল্ডের জন্য মাটি আানার কথা বলে আসাদুল ট্রলিসহ ট্রাক্টরটি নিয়ে পালিয়ে যায়।মাটি নিয়ে ইট ভাটায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ট্রাক্টরের মালিক মির্জাগঞ্জের মকুমা গ্রামের জাকির হোসেন আসাদুলের নামোল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাত আসামি করে মির্জাগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন। তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো.সাইদুল ইসলাম ট্রাক্টরের চালক আসাদুলের ফোন কললিষ্টের সূত্র ধরে ঝিনাইদহের শৈলকূপা পুলিশ ক্যাম্পের সহযোগিতায় সোমবার রাতে শৈলকূপা উপজেলার হাট ফাজিলপুর এলাকা থেকে আসাদুল মন্ডল সুমনকে আটক করা হয় এবং চুরি হওয়া ট্রাক্টরটি উদ্ধার করে আজ মঙ্গলবার দুপুরে মির্জাগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আটক ট্রাক্টর চোর আসাদুল মন্ডল সুমন ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার ফোলসি ইউনিয়নের বলরামপুর গ্রামের তাইজুল ইসলাম মন্ডলের ছেলে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান,আটক আসাদুল মন্ডল সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মুজিব বর্ষ

Pin It on Pinterest