পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ মঙ্গলবার ৩১শে মার্চ দুপুর ১২টার দিকে নগরীর নবগ্রাম রোডে পশু হাসপাতালের সামনে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শী হিসাম রহমান বলেন করোনার কারনে রাস্তায় তেমন লোকজন থাকেনা,তাই মোটরসাইকেল দ্রুততার সহিত চালাতে দেখা যায়, চৌমাথা থেকে আগত মোটর সাইকেলটি বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোর সামনে ধাক্কা দেয়। মোটর সাইকেলের ধাক্কায় অটোতে থাকা তিনজন যাত্রী আঘাত পায়।তবে একজন যাত্রী মারাত্মকভাবে আহত হন তার হাত ও পায়ের চামড়া উঠে যায় এবং মাংস পেশীতে আঘাত পেয়েছেন। অটোর সামনে ও পিছনের কাচঁ ভেঙ্গে যায়। আহত যাত্রীকে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য নিকটস্হ ফার্মেসীতে নিয়ে যায় স্হানীয় জনগন। পক্ষান্তরে খবর পেয়ে পুলিশ স্হানে উপস্হিত হলেও মোটরসাইকেল চালককে আটক করা সম্ভব হয়নি।