বরিশালে মহিলা দলের সভাপতির ত্রান বিতরণ।

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

বরিশালে মহিলা দলের সভাপতির ত্রান বিতরণ।

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ মহামারি মরনব্যেধী করোনাভাইরাসে পৃথিবী জুড়ে যেন চারিদিকে এক ভয়াবহ হাহাকার এরি মাঝে আজ ৩১ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০টার সময় বরিশাল দক্ষিণ মহিলা দলের সভাপতি ফারহানা তিথি তার নিজ উদ্যো দুস্ত- অসহায় পঞ্চাশ জন মহিলাদের মাঝে পাঁচ কেজি চাল,এক কেজি ডাল,দুই কেজি আলু,একটি ডেটল সাবান দিয়েছেন। এ সময়ে করোনাভাইরাসের লকডাউনের নিয়ম মেনে চলার কারনে ত্রান বিতরনের কিছুটা বাধার সম্মুক্ষিন হতে হয় তাহাকে রাস্তায় বেড় হতে দিচ্ছিল না।তাই ২১নং ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোডে ত্রান বিতরন করেন তিনি এ সময়ে তাহার সাথে উপস্থিত ছিলেন দক্ষিন মহিলা দলের সহ সভাপতি এ্যাঃ সুফিয়া বেগম,সহ সম্পাদক হোসনে আরা, সাংগঠনিক সম্পাদক জয়নব বেগম,রুমানা জিহাদ ও পারভিন বেগম প্রমুখ। পরিষেশে বরিশাল জেলা দক্ষিণ মহিলা দলের সভাপতি ফারহানা তিথি পৃথিবী জুড়ে মহামারী মরণঘাতী করোনাভাইরাসের ব্যধি থেকে মুক্তি ও সকলের শান্তি কামনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest