সন্ত্রাসী নাবিল গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

সন্ত্রাসী নাবিল গ্রেপ্তার
আলোকিত সময় ডেস্ক ঃঅবশেষে ভোলার সন্ত্রাসী নাবিল গ্রেফতার হল । ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাংবাদিক সাগর চৌধুরীকে নির্যাতন এবং নির্যাতনের ঘটনা ফেসবুকে লাইভ করার ঘটনায় বেরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় বড় মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা হয়। সাংবাদিক সাগর চৌধুরীর ওপর এমন বর্বর হামলার ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে সাংবাদিক সমাজ সহ সচেতন মহল।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বোরহানউদ্দিন উপজেলা সড়ক এলাকার বাসা থেকে নাবিলকে গ্রেফতার করা হয়। লালমোহন সার্কেলের এডিশনাল পুলিশ ‍সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

এদিকে বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, সাগর চৌধুরী বাদী হয়ে তাকে নির্যাতনের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নাবিল হায়দারকে এক নম্বর এবং অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে থানায় মামলা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest