করোনা ভাইরাস প্রতিরোধে কলাপাড়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে টিস্যু, সাবান, ব্লিচিং পাউডার বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করা হয়েছে

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে কলাপাড়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে টিস্যু, সাবান, ব্লিচিং পাউডার বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করা হয়েছে
মো. ওমর ফারুক, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কলাপাড়া শাখার উদ্যোগে টিস্যু, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। শনিবার সকাল দশটায় কলাপাড়া পৌর শহরের জগন্নাথ আক্রাবাড়ি প্রাঙ্গণ হতে বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এই কার্যক্রমের শুভ সূচনা করেন কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া ঘূর্ণিঝড় কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, কলাপাড়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: আবু জাফর প্রদীপ, অর্থ সম্পাদক নয়ন গাইন, দপ্তর সম্পাদক মোঃ নাইমুর রহমান রনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক লাখাইন, প্রচার সম্পাদক মোঃ সোবাহান হাওলাদার, সদস্য মো: সুমন সিকদার। সংগঠনটির সদস্যরা জানিয়েছেন কলাপাড়ার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লাকে পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরনের প্রথম দিনে কলাপাড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচশত পরিবারসহ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে টিস্যু, সাবান ও ব্লিচিং পাউডারের প্যাকেট বিতরণ করা হয়। সংগঠনটির মুখপাত্র জানান, ব্যক্তি পর্যায়ে দুইটি সাবান, দুইটি ব্লিচিং পাউডারের প্যাকেট বিতরণ সহ প্রতিষ্ঠানিক পর্যায়ে পাঁচটি সাবান, পাঁচটি ব্লিচিং পাউডারের প্যাকেট ও দুইটি করে টিস্যু বক্স বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলা ব্যাপী ২০০০ পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা ব্যাপী এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest