তালতলীতে ঘুষ নিয়ে অবৈধ জাল ফেরত দেয়ার অভিযোগ নৌ পুলিশের বিরুদ্ধে

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

তালতলীতে ঘুষ নিয়ে অবৈধ জাল ফেরত দেয়ার অভিযোগ নৌ পুলিশের বিরুদ্ধে

মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে উদ্ধারকৃত অবৈধ জাল আগুনে জ্বালিয়ে ধ্বংস না করে টাকার বিনিময়ে ফেরত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নৌ পুলিশ বিরুদ্ধে। শনিবার(০৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিদ্রা নৌ পুলিশের ক্যাপ থেকে এ জাল ফেরত দেওয়া হয় জেলেদের। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ নৌপুলিশের একটি টহল টিম পায়রা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫টা অবৈধ জাল আটক করেন। কিছু জাল আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। সেই জাল থেকে নৌ বাহিনী সদস্যরা ৫ টি অবৈধ জাল জেলেদের ফেরত দেওয়ার সময় স্থানীয় জনতা জালসহ তদের আটক করেন। পরে সংবাদকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থানে গিয়ে জাল ছেড়ে দেওয়ার বিষয়ে সত্যতা পায়। স্থানীদের চাপের মুখে পড়ে জালসহ জেলেরা পালিয়ে যায়। নাম প্রকাশ না করতে একাধিক ব্যাক্তি বলেন, নৌ পুলিশের কিছু অসাধু ব্যক্তি প্রায়ই এভাবে অভিযানের জাল টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এমনকি আজও এই জালগুলো টাকার বিনিময় ছেড়ে দিছে। স্থানীয় ইউসুফ ফরাজী বলেন এই জালগুলো যখন নৌ পুলিশ ছেড়ে দিয়েছে তখন আমরা কিছু লোকজন জেলেদেরসহ জালগুলো ধরি পরে নৌপুলিশ এসে এই জাল ছেড়ে দিয়ে তাদের পালিয়ে যেতে সাহায্য করেন।আর তারা টাকার বিনিময়ে জালগুলো ছেড়ে দিয়েছে। এ বিষয়ে তালতলী উপজেলা মৎর্স কর্মকর্তা শামিম রেজা বলেন, যে জালগুলো আগুনে পোড়ানো হয়নি সেগুলো জাল হিসেবে অবৈধ। কিন্তু কেনো পোড়ানো হয়নি তা আমি জানিনা । তবে এ বিষয়টা তাদের। এ বিষয়ে নিদ্রা নৌ পুলিশের পুলিশ পরিদর্শক মো. শামসুর রহমান বলেন আইগত ভাবেই জালগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর এই জালগুলো ছোট ফাসের কিন্তু অবৈধ না। আর টাকার কোনো বিষয় নেই।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest