পবিত্র রমজান উপলক্ষে সহায়তা স্বরুপ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে। জাতীয় যুব পরিষদ বরিশাল

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

পবিত্র রমজান উপলক্ষে সহায়তা স্বরুপ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে।   জাতীয় যুব পরিষদ বরিশাল
আলোকিত সময় ডেস্কঃ আল্লাহর অশেষ মেহেরবানীতে, আজ সকালে ৭ বস্তা চাল কিনেছেন জাতীয় যুব পরিষদ, বরিশাল আরো ৪৩ বস্তা চাল, পরিমান মত ডাল, তেল,আলু, চিনি, সোলা ও পিয়াজ কেনা বাকি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা যেন এই পবিত্র রমজানে অনাহারী মানুষদের মাস ব্যাপি নুন্যতম খাদ্য সহায়তা করতে পারি।সে জন্য দেশবাসীর কাছে দোয়া প্রর্থনা করি। সারা দেশের মত, জাতীয় যুব পরিষদ বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক যুবনেতা সালাম শরীফের তত্বাবধানে,আহ্বায়ক মিরাজ হোসান ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেনের উপস্থিতিতে আগামী ২৪ – ২৫ তারিখ।বানাড়ীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের,তালিকাকৃত, প্রকৃত বিপদগ্রস্ত পরিবারকে। পবিত্র রমজান উপলক্ষে সহায়তা স্বরুপ এই খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে। সকলে দোয়া করবেন। সারাদেশ আজ লক ডাউন। মহামারীতে মানুষ আজ কর্মহীন ও ঘরবন্দী। এই সংকটে যারা মানুষ,শুধুই তারাই এই অনাহারী মানুষেদের কল্যাণেন, সাধ্যমতো পাশে দাড়ান। জাতীয় যুব পরিষদ বরিশাল।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest