নাটোরে বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নে ২শ পরিবারের মাঝে সরকারী ত্রান বিতরণ

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

নাটোরে বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নে ২শ পরিবারের মাঝে সরকারী ত্রান বিতরণ
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরে বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদে ০৯টি ওয়ার্ডে ২শ পরিবারের মাঝে সরকারি ত্রান বিতরণ করা হয়েছে। বৃহষ্প্রতিবার (২৩ এপ্রিল)সকালে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম ইউপি মেম্বর,কর্তকর্তা-কর্মচারীদের সহায়তায় প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাউল ও ২ কেজি করে আলু বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাজিব হোসেন। ত্রান বিতরণ যাতে স্বচ্ছ হয় সেজন্য নাটোর ৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস মহোদ্বয়ের পক্ষ থেকে আশরাফুল ইসলাম আশু এবং উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জানান,সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের কারনে খাদ্য সংকট নিরশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিশেষ উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest