স্বাধীনতার ৪৮ বছর পার হলেও বিরঙ্গনার স্বীকৃতি পায়নি বিল্লু গাইন

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

স্বাধীনতার ৪৮ বছর পার হলেও বিরঙ্গনার স্বীকৃতি পায়নি বিল্লু গাইন

শাহাদাত হোসেন রুবেল বরিশাল :  বরিশালের আগৈলঝাড়ায় স্বাধীনতার ৪৮ বছর পার হলেও বিরঙ্গনার স্বীকৃতি পায়নি বিল্লু গাইন। জানা গেছে, স্বাধীনতার যুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ১লা জ্যোষ্ট বরিবার সকালে পাক হানাদার বাহিনী নির্মম ভাবে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের কেতলার বিলে পাত্র বাড়িতে হামলা চালিয়ে ১ জনকে হত্যা করে। সেই সাথে মা ও মেয়েকে নির্যাতন করে। সেই নির্যাতনের স্বীকার বিল্লু গাইন। বিল্লু গাইন সাংবাদিকদের জানান তার ছোট দুই ভাই বোন ও তার মা-বাবা, কাকা-কাকীসহ ৯ জন কে হত্যা করে পাক হানাদার বাহিনী। ভাগ্যক্রমে বেচে জান বিল্লু গাইন। তিনি তার আকুকি-বিনতির কথা জানান। তার ছেলে হরসিত গাইন দিনমজুর হত দরিদ্র একটি পরিবার। তিনি বলেন, আমার মায়ের ডান হাতে পাক হানাদারদের গুলি লাগায় ঐ হাতটি দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। তার সকল কাজ কর্মে আমাদের করে দিতে হয়। আমার মা ও আমার দাবী মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি ও তার স্বীকৃতি দাবী জানাচ্ছি|


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest