বরিশালে আ’লীগ নেতা সুরুজের শতকোটি টাকার সরকারি সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

বরিশালে আ’লীগ নেতা সুরুজের শতকোটি টাকার সরকারি সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ

শফিউর রহমান কামাল, বরিশাল ব্যুরো : বরিশাল সদর উপজেলার তালতলী বাজারের গণপূর্ত বিভাগের সম্পত্তির সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবালের নির্দেশে বুল্ডেজার নিয়ে উচ্ছেদ অভিযান চালায় গণপূর্ত বিভাগ। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শতাধিক সদস্য সেখানে মোতায়েন করা হয়। স্থানীয় চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আওয়মী লীগ নেতা মাহাতাব উদ্দিন সুরুজ সরকারের এই সম্পত্তিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। ওই সম্পত্তির মূল্য শত কোটি টাকা ছাড়াবে বলে গণপূর্ত বিভাগ সূত্র জানিয়েছে। দীর্ঘদিন দখল সন্ত্রাসে মেতে থাকা সুরুজের দুর্নীতির সংবাদ ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। যার ধারাবাহিকতায় আজ অবৈধ সাম্রাজ্য গুড়িয়ে দেয়া হয়। স্থানীয় সূত্র মতে জানা যায়, গত শনিবার চেয়ারম্যান সুরুজ সরকারিভাবে উচ্ছেদ অভিযান ঠেকাতে কৌশলে নিজেই কিছু স্থাপনা উচ্ছেদ করেছেন। যা অনেকটা ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতো। তবে সরকারিভাবে উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। তিনি বলেন, উচ্ছেদ অভিযান একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest