নোয়াখালীতে নতুন করে আরো ২৩ জন করোনা রোগী শনাক্ত, মোট শনাক্ত ৪৭৯

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

নোয়াখালীতে নতুন করে আরো ২৩ জন করোনা রোগী শনাক্ত, মোট শনাক্ত ৪৭৯
ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে নতুন করে আরো ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নোয়াখালী সদর-০৯ জন, সুবর্ণচর-০২জন, চটিখিল-০১জন, সেনবাগ-০৮ জন,কোম্পানীগঞ্জ-০১ জন, কবিরহাট-০২জন।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত -৪৭৯জন,মৃত্যু-১০ জন,সুস্থ -৩৯ জন। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ- ৩৩০ জন। প্রাপ্ত ফলা ফলে দেখা যায়, পজিটিভ -২৩ জন। নেগেটিভ -১০২জন। এযাবৎ পরীক্ষার জন্য মোট স্যাম্পল প্রেরণ করা হয়েছে ৪১১১ জনের এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩৫৪৭ জনের। জেলায় মোট পজিটিভ ৪৭৯ জন, নেগেটিভ ৩০৬৮জন। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৪৩০ জন। কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ১৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যা (উপজেলা ভিত্তিক তথ্য) : নোয়াখালী সদর ৮০ জন, সুবর্ণচর ১৭জন, হাতিয়া ০৬ জন, বেগমগঞ্জ ২২৬ জন, সোনাইমুড়ী ২৮ জন, চাটখিল ৩১ জন, সেনবাগ ২১ জন, কোম্পানীগঞ্জ ০৮ জন, কবিরহাট ৬২ জন। জেলায় আক্রান্তের হার ১৩.৫১%, সুস্থতার হার ৮.১৭%।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest