ঝালকাঠিতে তাঁত-বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করলেন আমু!

প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

ঝালকাঠিতে তাঁত-বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করলেন আমু!
ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠিতে মাসব্যাপী তাঁত, বস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু । সোমবার (২৬ নভেম্বর )সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে ফিতা কেটে, বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান)প্রমুখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলায় অর্ধশত দোকান রয়েছে । এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানি, তাঁতের শাড়ি, কুটির শিল্প, ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোষাক ও প্রসাধনী ফুলের টব, ও হাতে তৈরি নানা খাদ্য সামগ্রী।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest