নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মসজিদের ইমামের ইন্তেকাল

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুন ১, ২০২০

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মসজিদের ইমামের ইন্তেকাল
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের ভূঁইয়া বাড়ির কেরামতিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হোসেন (৪৪) করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকাল ৭ টার সময় প্রচন্ড শাস কষ্টে ওই গ্রামের খোকা মিয়ার ঘরে মারা গেছে। তিনি গত ২৮ মে নমুনা পরীক্ষার পর করোনার সংক্রমিত রোগী হিসাবে শনাক্ত হন। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে নিজ ওই বাড়িতে হোম আইসুলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করে ও বাড়িটি লক-ডাউন করেছিল। করোনায় আক্রান্ত মোজাম্মেল হোসেনের বাড়ি নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের খালিশা তোলা গ্রামে। তিনি ওই গ্রামের আনোয়ার মেম্বার বাড়ির আনোয়ারুল হকের ছেলে। মোজাম্মেল হোসেন সেনবাগের উত্তর শাহাপুর গ্রামের ভূঁইয়া বাড়ী জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করতেন। এবং রমজানে তিনি অন্যান্য মুসুল্লির সাথে এতেকাফে থাকা অবস্থায় করোনায় সংক্রমিত হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest