মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রতাশিত বিদ্যালয় ভবনটির ৪তলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল ভবনটি ৭৩ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে এলজিইডি বাস্তবায়ন করছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ, যুবলীগের অন্যতম সদস্য মাহিদুর রহমান ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।