নোয়াখালীতে করোনায় আরো ৬৭ জন আক্রান্ত, মোট ১৩১৪ আক্রান্ত!

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

নোয়াখালীতে করোনায় আরো ৬৭ জন আক্রান্ত, মোট ১৩১৪ আক্রান্ত!

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে করোনা ভাইরাসে নতুন করে আরো ৬৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৪ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি বলেন, গত দু’দিন নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করোনা ল্যাবে পাঠানো হয়। ১২ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে ৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে করোনার হটস্পট নোয়াখালীর সদর ও বেগমগঞ্জে ৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত দুই উপজেলায় লকডাউন চলছে। দুইটি উপজেলার প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।এবং আইন শৃংখলা বাহিনীর লোকজন কড়া নিরাপত্তার কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন বলে জানা যায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest