নোয়াখালীর সোনাইমুড়িতে সায়মন হত্যার প্রধান আসামি মীরা গ্রেফতার

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

নোয়াখালীর সোনাইমুড়িতে সায়মন হত্যার প্রধান আসামি মীরা গ্রেফতার
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার আলোকপাড়া গ্রামে সায়মন হত্যার প্রধান আসামি মীর হোসেন মীরাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় ,গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে আলোকপাড়া গ্রামের কিছু যুবক ফুটবল খেলতে যায় ।খেলার মাঠে মীর হোসেনের সাথে সায়মনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মীর হোসেন খেলার মাঠ ত্যাগ করে। তারপর মীর হোসেন ১০/১৫ জন সন্ত্রাসী নিয়ে সায়মনের উপর হামলা করে, খুন হয় সায়মন। এরপর থেকে মীর হোসেন পলাতক ছিল। সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদের চৌকষ তৎপরতায় অবশেষে সায়মন হত্যার প্রধান আসামি মীর হোসেন মীরা গ্রেফতার। তার এই গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বুধবার সায়মন হত্যাকারী মীর হোসেনের ফাঁসি ও এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাইমুড়ী উপজেলা পরিষদের সড়কে মানববন্ধন করেছিল এলাকা বাসী। এ সময় অনেকে নিহত সায়মনের কথা বলতে গিয়ে আবেগে আফ্লুত হয়ে পড়ে। সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ বলেন, সাইমন হত্যার সাথে জড়িত প্রধান আসামি মীর হোসেনকে কয়েকদিন থেকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে আটক করা হয়। বাকি আসামিদেরকে অতিসত্বর আইনের আওতায় আনা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest