নোয়াখালীতে লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জেলা প্রশাসক তন্ময় দাসের!!

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০

নোয়াখালীতে লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জেলা প্রশাসক তন্ময় দাসের!!

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলায় লকডাউন পরবর্তী সময়ে সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক জনাব তন্ময় দাস।

মঙ্গল বার ২৩জুন রাত ৯:৩০ টায় নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলার লকডাউনকৃত বেগমগঞ্জ ও সদর উপজেলায় চলমান লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তাঁর ব্যক্তিগত আইডি থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে স্ট্যাটাস দেন। পরবর্তীতে পোস্টটি (১ ঘন্টায়) পাঁচ শতাধিক শেয়ার এবং জেলা ডিসি অফিস নোয়াখালী ফেসবুক গ্রুপ, ডিসি অফিস নোয়াখালী ফেসবুক পেজ, বাতির নিচে অন্ধকার প্রসঙ্গ নোয়াখালী পেজ সহ জেলার সবগুলো গুরুত্বপূর্ণ অনলাইন গ্রুপের শীর্ষে স্থান পেয়েছে।

পোস্টটিতে তিনি যে সকল বিষয় উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তা জনস্বার্থে হুবহু তুলে ধরা হলো-
প্রিয় জেলাবাসী,
কোভিড ১৯ সংক্রমণ ঠেকাতে সদর ও বেগমগঞ্জ উপজেলায় গৃহীত লকডাউন আজ ২৩ জুন রাত ১২টায় শেষ হচ্ছে।

সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে জোন ভিত্তিক লকডাউন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।।

আজ বুধবার ২৪ জুন থেকে স্বাস্থ্য বিধি মেনে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবেঃ-
১) হাটবাজার, দোকানপাট,শপিংমল বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।
২) রাত ৮ টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত কোন ক্রমেই বাড়ির বাইরে আসা যাবেনা।
৩) ঔষধের দোকান, হাসপাতাল, ক্লিনিক, জরুরি সেবা,খাদ্য সরবরাহ, উন্নয়ন প্রকল্পের মালামাল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
৪) গণমাধ্যম কর্মীগণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
৫) গণপরিবহনে স্বাস্থ্য বিধি কঠোর ভাবে প্রতিপালন করে পরিচালনা করতে হবে।
৬) মাস্ক ব্যতীত কেহ বাড়ির বাইরে আসতে পারবেন না। ইহা আইনত দণ্ডনীয়।
বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে দেয়া হচ্ছে।

সকলের সুস্থতা কামনা করছি।
জনসমাগম পরিহার করুন।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।।

উল্লেখ্য যে, গত ০৯ই জুন থেকে ২৩শে জুন পর্যন্ত নোয়াখালী জেলার করোনা হটস্পট খ্যাত বেগমগঞ্জ ও সদর উপজেলায় লকডাউন কার্যকর অব্যাহত রয়েছে। তাই লকডাউন শেষে জনগণকে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে রক্ষার্থে তিনি এই নির্দেশনা পালনের জন্য অনুরোধ করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest