কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর পক্ষে ২২০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর পক্ষে ২২০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

বুরহান উদ্দিন মুজাক্কির
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে সপ্তম বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ২২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৪ জুন ২০২০) বিকেল পৌনে ৪টার দিকে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, সেতুমন্ত্রীর ছোট ভাই নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, চরপার্বতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন নোমান প্রমূখ।

এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest