ঢাকা ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরো ১৯ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৮ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত -১৮২৮ জন, মৃত্যু-৪২ জন ও সুস্থ হয়েছেন ৭৪৮ জন।
বৃহস্পতিবার ২৫ জুন দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, গত ২২ ও ২৩ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২৪ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। গত চব্বিশ ঘন্টায় ল্যাবে স্যাম্পল প্রেরণ-১৪৩ জনের, ফলাফল এসেছে-১১৩ জনের। এযাবৎ দুইটি ল্যাবে মোট স্যাম্পল প্রেরণ-১০০৪২ জনের, ফলাফল এসেছে- ৮৯৪৬ জনের।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১০০৪ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন।
করোনার ভাইরাসের সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। নোয়াখালীতে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের ঘোষিত নির্দেশাবলী অমান্য করার অপরাধে জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬৬০০ টাকা জরিমানা এছাড়া ৬টি গাড়ী আটক করেছে মোবাইল কোর্ট ।
নোয়াখালীতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য দেওয়া হলো:
বেগমগঞ্জে সর্বোচ্চ-২১ জন,সদরে-৬ জন,চাটখিলে-২ জন,সোনাইমুড়ীতে-৩ জন,কবিরহাটে -২জন,কোম্পানীগঞ্জে-১জন, সেনবাগে-৬ জন ও সুবর্ণচরে -১জন সহ মোট জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST